ঢাকা     রোববার   ০৭ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৩ ১৪৩১

মসজিদ নির্মাণে ঘুষ নেওয়ার অভিযোগ স্ত্রীর, যা বললেন সেই প্রকৌশলী

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ৪ জুলাই ২০২৪   আপডেট: ১৪:২৭, ৪ জুলাই ২০২৪
মসজিদ নির্মাণে ঘুষ নেওয়ার অভিযোগ স্ত্রীর, যা বললেন সেই প্রকৌশলী

প্রকৌশলী আশরাফুজ্জামান (উপরে), রেজওয়ানা হাসনাত খুশবু (নিচে)। ফাইল ফটো

মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নীলফামারী গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আশরাফুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ করেছেন তার সাবেক স্ত্রী রেজওয়ানা হাসনাত খুশবু।

বুধবার (৩ জুলাই) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. নবীরুল ইসলামের কাছে লিখিত অভিযোগ জমা দেন তিনি। এরপরই বিষয়টি নিয়ে জানতে যোগাযোগ করা হয় আশরাফুজ্জামানের সঙ্গে।

বৃহস্পতিবার (৪ জুলাই) এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘পারিবারিক অশান্তির কারণে চলতি বছরের ৩ মার্চ খুশবুকে তালাক দিই। এর দুই মাস পর সাবেক স্ত্রী আমার বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুকের মামলা করে। সেই মামলায় হাইকোর্ট ও নিম্ন আদালতে জামিনে আছি।’

এ সময় আশরাফুজ্জামান অভিযোগ করে বলেন, ‘আমি যেন তালাক প্রত্যাহার করে নিই, এজন্য আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’

তিনি দাবি করে বলেন, ‘আমার নিজের কোনো বাড়ি বা সম্পত্তি নেই। শুধু বাবার একটি টিনশেড বাড়ি আছে।’

এর আগে, গতকাল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রেজওয়ানা হাসনাত খুশবু বলেন, ‘ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ কাজে স্বামীর ঘুষ নেওয়ার তথ্য পেয়ে বারবার অনুরোধ করেও তাকে দুর্নীতি থেকে সরাতে ব্যর্থ হয়েছি। এমনকি দুর্নীতিতে বাধা দেওয়ায় আমাকে শারীরিক নির্যাতন করা হয়।’

তিনি আরও বলেন, ‘বিয়ের সময় অতি সাধারণ পরিবারের একজন সন্তান হলেও বর্তমানে আশরাফুজ্জামানের রয়েছে বিলাসবহুল বাড়িসহ বিপুল পরিমাণ সম্পত্তি। ঘুষ-দুর্নীতি ছাড়া যা কোনোভাবেই সম্ভব নয়। দুর্নীতির তদন্ত এবং আমার ওপর নির্যাতনের প্রতিকার চাই।’

অভিযোগের বিষয়ে জানতে রেজওয়ানা হাসনাত খুশবুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।

মডেল মসজিদ প্রকল্পের পরিচালক নজিবুর রহমান বলেন, ঘুষ-দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২০ সালের ২৩ এপ্রিল পারিবারিকভাবে আশরাফুজ্জামান ও খুশবুর বিয়ে হয়। তাদের সংসারে আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

সিথুন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়