ঢাকা     রোববার   ০৭ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৩ ১৪৩১

পদ্মা সেতু প্রকল্পের সমাপনী

শুক্রবার মাওয়া আসছেন প্রধানমন্ত্রী 

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ৪ জুলাই ২০২৪  
শুক্রবার মাওয়া আসছেন প্রধানমন্ত্রী 

পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল শুক্রবার মাওয়া আসছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এদিন বিকেল ৪ টার দিকে মাওয়ার সমাবেশস্থলে আগমন করবেন তিনি।

এদিকে পদ্মা সেতুর নির্মাণকাজে সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরে যাবেন ওই দেশের কর্মীরা। তাদের বিদায়ী অনুষ্ঠানেও অংশ নিবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ধিত সভা করেছে স্থানীয় আওয়ামী লীগসহ এর অঙ্গ সংগঠনগুলো। শুক্রবার (৫ জুলাই) প্রধানমন্ত্রী পদ্মা সেতু কাজের পরিসমাপ্তি উপলক্ষে সুধী সমাবেশে বক্তব্য দেবেন। 

তবে সুধী সমাবেশে সকলের অংশগ্রহণের সুযোগ থাকবে না। তাই মাওয়ার প্রতিটি রাস্তায় দুই পাশে প্রধানমন্ত্রীকে বরণ করতে ৫০ হাজার লোক সমাগমের প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চলছে শেষ মুহূর্তের মঞ্চসজ্জা ও নিরাপত্তা নিশ্চিতকরণের কাজ। এরই মধ্যে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে মাওয়া প্রান্তে। সুধী সমাবেশের পূর্বে প্রধানমন্ত্রীকে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বরণ করে নেবে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি।

রতন/টিপু 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়