ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ব্যাংকের পৌনে ৬ লাখ টাকা নিয়ে প্রহরী উধাও

চাঁদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ৪ জুলাই ২০২৪   আপডেট: ২০:০৬, ৪ জুলাই ২০২৪
ব্যাংকের পৌনে ৬ লাখ টাকা নিয়ে প্রহরী উধাও

কর্মসংস্থান ব্যাংকের চাঁদপুরের হাজীগঞ্জ শাখার নিরাপত্তা প্রহরী পৌনে ৬ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছেন। বুধবার (৩ জুলাই) হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ থেকে তিনি নিখোঁজ হয়ে যান। এ বিষয়ে ব্যাংক ম্যানেজার হাসিনা বেগম হাজীগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করেছেন।

নিখোঁজ ডায়েরিতে ম্যানেজার উল্লেখ করেন, বুধবার বিকেলে প্রতিদিনের মতো প্রহরী বাবুল হোসেনকে ব্যাংকের অবশিষ্ট ৫ লাখ ৭৯ হাজার ৩৩০ টাকা নিয়ে হাজীগঞ্জ বাজারের জনতা ব্যাংকে জমা দেওয়ার জন্য পাঠানো হয়। কিন্তু ব্যাংকে কোনো টাকা জমা হয়নি। তার খোঁজও মেলেনি। 

প্রহরীর মাধ্যমে টাকা পাঠানো প্রসঙ্গে জনবল সংকটের কথা জানান ম্যানেজার।

আরো পড়ুন:

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, নিরাপত্তা প্রহরী বাবুল হোসেন শাহরাস্তি উপজেলার গোলপুরা পাটোয়ারী বাড়ির বাসিন্দা। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাঁকে শনাক্তকরণের কাজ চলছে। তাঁর সবশেষ অবস্থান চাঁদপুর শহরে পাওয়া গেছে বলে জানান তিনি। 
 

জয়/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়