পাবনায় গাছে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ৫
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা
পাবনার ঈশ্বরদী উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৫ জন নিহত হয়েছেন। এতে ৩ আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া সুগার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
ঈশ্বরদীর পাকশি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, মাইক্রোবাসটি রাতে ঈশ্বরদী থেকে পাবনার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ৩ জন মারা যায়। আহত ৪ জনকে উদ্ধার করে পাবনার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, মাইক্রোবাসটির উদ্ধারের কার্যক্রম চলছে।
শাহীন/বকুল