ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৪, ৪ জুলাই ২০২৪   আপডেট: ২৩:০৩, ৪ জুলাই ২০২৪
ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে নিহত আবির

নারায়ণগঞ্জের বন্দরে বৃষ্টিতে ভিজে গোসলের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবির (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে বন্দরের নবীগঞ্জ উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির ওই এলাকার মো. সোহেলের ছেলে। সে হাজীগঞ্জ আইটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের স্বজনরা জানান, আবির বাইরে থেকে খেলাধুলা করে এসে বাসার ছাদে যায়। সেখানে বেশ কিছু সময় সে বৃষ্টিতে ভিজে। এসময় বাসার ছাদে থাকা এসির তারে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই কিশোরের মৃত্যু হয়েছে। তার শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চিহ্ন রয়েছে। পরিবারের সদস্যরা কিশোরের মরদেহ নিয়ে গেছেন।

অনিক/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়