ঢাকা     সোমবার   ০৮ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৪ ১৪৩১

কু‌ষ্টিয়ায় ঘুমের মধ্যে কালাচ সাপের কাম‌ড়ে শিশুর মৃত্যু

কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫১, ৫ জুলাই ২০২৪  
কু‌ষ্টিয়ায় ঘুমের মধ্যে কালাচ সাপের কাম‌ড়ে শিশুর মৃত্যু

কু‌ষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী চৌপাড়া গ্রামে ঘুমের মধ্যে সা‌পের কাম‌ড়ে সোয়াদ ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে। 

স্থানীয়রা বলছেন, এটি বিষাক্ত কালাচ সাপ। মা-‌মে‌য়ের মৃত্যুর বছর না ঘুর‌তেই আবারও একই জাতের সাপের কাম‌ড়ে তাদের আরেক শিশু প্রাণ হারালো। এর আগে গত বছ‌রের ২৪ আগস্ট কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়‌নের ভবা‌নিপু‌র এলাকায় ঘু‌মের ঘো‌রে কালাচ সাপের কামড়ে আয়েশা খাতুন (২৫) ও তার ৭ মাস বয়সী মেয়ে নুসরাত জাহানের মৃত্যু হয়েছে। নিহতরা একই গ্রামের ইব্রাহীমের স্ত্রী ও মেয়ে।

সোয়াদ ইসলাম দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতখালী চৌপাড়া গ্রামের সুখ চাঁদের ছে‌লে। নিহতদের পরিবার ও স্থানীয়দের বরাতে দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম‌হিউদ্দিন ম‌হি জানান, সোয়াদ তার বাবা-মা‌য়ের সা‌থে ঘু‌মি‌য়ে ছিল। বুধবার ভোর রা‌তে ঘুমের মধ্যে সোয়াদকে কিছু একটা কামড় দেয়। এ সময় শিশু‌টি টের পে‌য়ে‌ চিৎকার কর‌লে বাবা-মা ঘুম থে‌কে জে‌গে পা‌শেই একটা কালাচ বা কাল‌ কেউটে সাপ দেখ‌তে পায়। এ সময় বাবা সুখ চাঁদ ঘ‌রের ভেত‌রে থাকা হাসুয়া দি‌য়ে সাপ‌টি‌কে কোপ দি‌য়ে মে‌রে ফে‌লে। তাদের ছে‌লে‌কে দ্রুত দৌলতপুর হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে সেখান থে‌কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠা‌নো হয়। সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় শিশু‌টি মারা যায়। এ ঘটনায় ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তাপস কুমার সরকার বলেন, হাসপাতালে আসার স‌ঙ্গে স‌ঙ্গে শিশু‌টির চি‌কিৎসা শুরু হ‌য়ে‌ছিলো। অ্যান্টি‌ভেনম প্রয়োগ চল‌ছিলো। কিন্তু চি‌কিৎসাধীন অবস্থায়ই তার মৃত্যু হয়। 

তি‌নি ব‌লেন, কালাচ বিষধর সাপ। তার চি‌কিৎসা দ্রুত শুরু কর‌তে হয়। মূলত হাসপাতা‌লে আন‌তে দে‌রি‌ হওয়ায় শিশু‌টি‌কে বাঁচা‌নো সম্ভব হয়‌নি। 

কাঞ্চন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়