ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

সুনামগঞ্জে নৌকাডুবে ৩ জন নিখোঁজ, ৫৮ ঘণ্টা পর ১ জনের লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ৫ জুলাই ২০২৪   আপডেট: ১৩:৪৩, ৫ জুলাই ২০২৪
সুনামগঞ্জে নৌকাডুবে ৩ জন নিখোঁজ, ৫৮ ঘণ্টা পর ১ জনের লাশ উদ্ধার

জোছনা বেগমের ফাইল ছবি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সুরমা নদীতে নৌকাডুবে মা-মেয়েসহ ৩ জন নিখোঁজের প্রায় ৫৮ ঘণ্টা পর একজনের মরদেহ উদ্ধার হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে উপজেলার সুরমা ইউনিয়নের ভোজনারপার গ্রামের উদনার চর এলাকা থেকে মানসিক প্রতিবন্ধী জোছনা বেগমের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত জোছনা বেগম দোয়ারাবাজার সদর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামের আইন উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতেই উদনার চরে জোছনা বেগমের মরদেহ ভেসে উঠে। স্থানীয়রা দেখতে পেয়ে বিষয়টি থানার ওসিকে জানান। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। 

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ছোট খেয়া নৌকায় উপজেলার আজমপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা নারী ও শিশুসহ ৭ জন আজমপুর খেয়াঘাট এলাকায় সুরমা নদী পার হচ্ছিলেন। এসময় প্রচণ্ড স্রোতের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে দোয়ারাবাজার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার অভিযান চালিয়ে শিশুসহ ৪ জনকে উদ্ধার করে। তবে নিখোঁজ ছিলেন ৩ জন। তাদের মধ্যে জোছনা বেগমের লাশ রাতে উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও দুজন। এরা হলেন, নিহত জোছনা বেগমের সন্তান এক বছর বয়সী শিশু ময়না ও  গুলো বিবি (৭০)। 

বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান। তিনি বলেন,  মঙ্গলবার সকালে নদী পারাপারের সময় প্রচণ্ড স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। সেদিনই খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এবং স্থানীয়দেরকে নিয়ে  ৪ জনকে জীবিত উদ্ধার করি।  কিন্তু নদীতে প্রচণ্ড স্রোত থাকায় ৩ জন নিখোঁজ ছিলেন। তাদে্র সন্ধানে উদ্ধার অভিযান চালিয়েও পাওয়া যায়নি। রাতে গ্রামের স্থানীয়রা লাশ ভেসে উঠার খবর দিলে নৌপুলিশকে বিষয়টি জানানো হয়। তারা মরদেহটি উদ্ধার করে।

মনোয়ার/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়