ঢাকা     সোমবার   ০৮ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৪ ১৪৩১

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, কুয়াকাটায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ৫ জুলাই ২০২৪   আপডেট: ১৯:০৮, ৫ জুলাই ২০২৪
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, কুয়াকাটায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে পরিবেশন ও পরিবেশ দূষণের দায়ে পটুয়াখালীর কুয়াকাটায় দুই প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৫ জুলাই) বিকেলে অভিযান চালিয়ে কুয়াকাটা সৈকত সংলগ্ন বৈশাখী হোটেল এন্ড বিরিয়ানি হাউজকে দেড় লাখ এবং গাজী রেস্তোরা এন্ড বিরিয়ানি হাউজকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে ওই দুটি প্রতিষ্ঠান থেকে ময়লা পানি সমুদ্রে ফেলে পরিবেশ দূষিত করছিল। এছাড়া, অস্বাস্থ্যকর পরিবেশে তারা খাবার তৈরি ও পরিবেশন করে আসছিল। গত সপ্তাহে অভিযান চালিয়ে তাদের সতর্ক করা হয়েছিল। শুক্রবার ফের অভিযানে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে পরিবেশন ও পরিবেশ দূষণের দায়ে তাদের জরিমানা করা হয়েছে।’

ইমরান/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়