ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিস্তা ব্যারাজ এলাকায় বাঁধে ধস, আতঙ্ক 

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৯, ৫ জুলাই ২০২৪   আপডেট: ২১:০৪, ৫ জুলাই ২০২৪
তিস্তা ব্যারাজ এলাকায় বাঁধে ধস, আতঙ্ক 

লালমনিরহাটের হাতিবান্ধায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকার একটি বাঁধে ধস দেখা দিয়েছে। বাঁধটি হাতীবান্ধা শহর রক্ষার্থে চন্ডিমারী এলাকায় নির্মাণ করেছিলো পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়রা জানান, দ্রুত মেরামত করা না হলে নদী গর্ভে বিলীন হতে পারে বাঁধটি। এই বাঁধ ক্ষতিগ্রস্ত হলে ভোগান্তিতে পড়বেন উপজেলার ৫ ইউনিয়নের অন্তত ৩০ হাজার মানুষ।

জানা গেছে, তিস্তা ব্যারাজের ফ্লাড বাইপাসের পাশে সাধুর বাজার থেকে দক্ষিণ দিকে হাতীবান্ধা শহর রক্ষার্থে একটি বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। 

আরো পড়ুন:

তিস্তা পাড়ের লোকজনের অভিযোগ, গত বৃহস্পতিবার সরেজমিনে বাঁধ এলাকা পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। কিন্তু, তারা এখনো জরুরি কাজ শুরু করেননি। বাঁধটি ভেঙে গেলে হাতীবান্ধা শহরে তিস্তা নদীর পানি ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।  

স্থানীয় ইউপি সদস্য আক্কাস আলী জানান, তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। নির্বাহী প্রকৌশলী পরিদর্শন করেছেন। দ্রুত কাজ শুরু হবে বলে তিনি জানিয়েছেন।

পানি উন্নয়ন বোর্ড তিস্তা ব্যারেজ ডালিয়া’র নির্বাহী প্রকৌশলী আসফাউদ দৌলা জানান, হঠাৎ ভাঙ্গন দেখা দিয়েছে। ইতোমধ্যে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে।

জামাল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়