সিলেটে ২৬৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ১
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২১:২৬, ৫ জুলাই ২০২৪
সিলেটর গোয়াইনঘাটে অভিযান চালিয়ে ২৬৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় এক চোরাকারবারিকে আটক করা হয়।
শুক্রবার (৫ জুলাই) সকালে পশ্চিম জাফলং ইউনিয়নের অন্তর্গত উত্তর প্রতাপপুর গ্রামে এই অভিযান চালানো হয়। আটক আবুল হায়াত (৩০) লুনি হাওর গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। উদ্ধারকৃত চিনির বাজারমূল্য প্রায় ১৩ লাখ ২৫ হাজার টাকা। আটক ব্যক্তিকে আদালতে চালান দেওয়া হয়েছে।
নূর/কেআই