প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি তুলে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪
বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

বরিশালের মেহেন্দিগঞ্জে প্রবাসীর স্ত্রীর (৩২) আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে চাঁদা দাবির অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের চরহোগলা গ্রামের রকি ঢালী (২৫), হৃদয় মিস্ত্রি (২৩), হাসান ঢালী (২৭) ও শংকর চন্দ্র দাশ (৩০)।
ভুক্তভোগী নারীর বরাতে পুলিশ জানায়, গত ১ জুলাই রাতে গ্রেপ্তারকৃতরা কৌশলে প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে। পরে হাসান ঢালী ফেসবুকে একটি ভুয়া আইডি খুলে মেসেঞ্জারে ওই নারীর প্রবাসী স্বামীর কাছে ছবিগুলো পাঠিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিলে সেসব ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী অভিযোগ করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের গ্রেপ্তার করে।
মেহেন্দীগঞ্জ থানায় উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।
আরিফুর/কেআই