ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

চুয়াডাঙ্গায় আলমসাধু উল্টে চালকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ৬ জুলাই ২০২৪  
চুয়াডাঙ্গায় আলমসাধু উল্টে চালকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা-কালিগঞ্জ সড়কের আকুন্দবাড়িয়া নামক স্থানে কাঠ বোঝায় আলমসাধু (শ্যালো ইঞ্জিন চালিত) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।

দর্শনা থানার এস আই সোহেল আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১০টার দিকে এলাকাবাসীর মাধ্যমে খবর পাই দর্শনা-কালিগঞ্জ সড়কের আকুন্দবাড়িয়া গ্রামের ঈদগাহ ময়দানের কাছে একটি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেছে। এ ঘটনায় অজ্ঞাত চালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক আব্দুক কাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের মরদেহ হাসপাতালের হিম ঘরে রাখা হয়েছে। এছাড়াও পরিচয় জানতে পুলিশ কাজ করছে।

মামুন/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়