ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

আশ্রয়কেন্দ্রে শিশুর জন্ম, নাম রাখা হলো ‘বন্যা’

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ৬ জুলাই ২০২৪   আপডেট: ১২:৫২, ৬ জুলাই ২০২৪
আশ্রয়কেন্দ্রে শিশুর জন্ম, নাম রাখা হলো ‘বন্যা’

আশ্রয়কেন্দ্রে প্রসূতি নারী সন্তান জন্ম দিয়েছেন জানতে পেরে ছুটে যান বিয়ানীবাজারের ইউএনও কাজী শামীম

বন্যা কবলিত কুশিয়ারা তীরবর্তী সিলেটের বিয়ানীবাজারের আশ্রয়কেন্দ্রে জন্ম নিয়েছে একটি কন্যা শিশু। গতকাল শুক্রবার (৫ জুলাই) উপজেলার মুড়িয়া ইউনিয়নের বড়উদা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে শিশুটির জন্ম হয়। বিষয়টি জানতে পেরে কেন্দ্রটিতে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তিনি শিশুটির নাম রেখেছেন ‘আশফিয়া জান্নাত বন্যা’।

ইউএনও কাজী শামীম বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। তাদের মধ্যে সন্তানসম্ভবা এক নারীও ছিলেন। আশ্রয়কেন্দ্রেই ওই প্রসূতি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। এটা আমাদের জন্য আবেগের বিষয় হয়ে ওঠে।’

তিনি আরও বলেন, ‘আমরা জেলা প্রশাসনের তরফ থেকে নতুন অতিথির জন্য উপহারসামগ্রী নিয়ে আশ্রয়কেন্দ্রটিতে যাই। তখন সবার অনুরোধে নবজাতকের একটি সুন্দর নাম রেখেছি। শিশুটির নাম দিয়েছি, ‘আশফিয়া জান্নাত বন্যা’।

আরো পড়ুন:

ইউএনও বলেন, ‘মা ও শিশুর শারীরিক অবস্থা ভালো আছে। তাদের ফ্লোর থেকে শুকনো জায়গায় তোলা হয়েছে। শিশুটির জন্য বালিশ, কম্বল, জামা-কাপড় সবই কিনে দেওয়া হয়েছে। মা ও শিশুর প্রতি খেয়াল রাখতে স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

নূর/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়