ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহ থেকে ট্রেনে ফেনসিডিল আসছিলো ঢাকায়, আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ৬ জুলাই ২০২৪   আপডেট: ১৩:১৫, ৬ জুলাই ২০২৪
ঝিনাইদহ থেকে ট্রেনে ফেনসিডিল আসছিলো ঢাকায়, আটক ১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রেলস্টেশনে শত বোতল ফেনসিডিলসহ রনি আহমেদ (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ। ট্রেনে করে এই ফেনসিডিল ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।

শনিবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় প্রেস ব্রিফিংয়ে কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ এ তথ্য জানিয়েছেন। এর আগে শুক্রবার রাতে কালীগঞ্জ উপজেলার রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটক রনি চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রিজাউল ইসলামের ছেলে। 

ওসি আবু আজিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে রনিকে আটক করা হয়।  এসময় তার সাথে থাকা ট্রলির কম্বলের মধ্য থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ট্রেনে করে এই ফেনসিডিল ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে আটক রনি। তাকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। 

শাহরিয়ার/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়