ঢাকা রেঞ্জের ১১০ বছর উপলক্ষে প্রধানমন্ত্রীকে স্মারক উপহার
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

পুলিশের ঢাকা রেঞ্জের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্মারক উপহার
বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ১১০ বছর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি দেশের ধারাবাহিক উন্নয়নের স্মারক উপহার দেওয়া হয়েছে।
আজ শনিবার (৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর নিজ বাসভবনে তার হাতে এ স্মারক উপহার তুলে দেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম। এ সময় গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলি আফিফা উপস্থিত ছিলেন। তখন প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের খোঁজ খবর নেন।
গোপালগঞ্জে দুই দিনের সফরের দ্বিতীয় দিনে আজ শনিবার (৬ জুলাই) সকাল ১০টা ৫০মিনিটে টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় স্কুলের শিক্ষার্থীরা জাতীয় পতাকা দিয়ে তাকে স্বাগত জানায় ও দুইজন শিক্ষার্থী ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করে নেয়। বেলা ১১টার দিকে ‘বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কর্মসূচি শেষ করে শেখ হাসিনা নিজ বাড়িতে অবস্থান করেন। এরপর দুপুর ১টা ৪০ মিনিটে সকল ঢাকার উদ্দেশে সড়ক পথে টুঙ্গিপাড়া ত্যাগ করেন।
নিজস্ব অর্থায়নে দেশের সবচেয়ে বড় পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের পর শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যা ৬টায় সেতু পার হয়ে গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় ৭টা ৪৫ মিনিটে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছান। পরে ৭টা ৫১ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অপর্ণ করে শ্রদ্ধা জানান।
বাদল/বকুল