ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু, অটোরিকশাচালকসহ আহত ৪

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪২, ৭ জুলাই ২০২৪   আপডেট: ০৯:৫১, ৭ জুলাই ২০২৪
ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু, অটোরিকশাচালকসহ আহত ৪

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় মিতু আক্তার নামে সিএনজিচালিত অটোরিকশার একজন নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। 

শনিবার (৬ জুলাই) রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের সুরাবই নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিতু  আক্তার হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাখরনগর গ্রামের স্বপন মিয়ার স্ত্রী। 

পুলিশ জানায়, শায়েস্তাগঞ্জ থেকে অটোরিকশাটি মাধবপুর যাচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ট্রাকটি সুরাবই নামক স্থানে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিতু আক্তার মারা যান। এ দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ আরও ৪ জন আহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ও হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে।

মামুন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়