ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

স্ত্রীকে প্রেমিকের ঘরে তুলে দেওয়া স্বামী যা বললেন

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ৭ জুলাই ২০২৪   আপডেট: ১৪:২৪, ৭ জুলাই ২০২৪
স্ত্রীকে প্রেমিকের ঘরে তুলে দেওয়া স্বামী যা বললেন

স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে বাড়ি ফিরে দুধ দিয়ে গোসল করেন সেকেন্দার আলী

চুয়াডাঙ্গার নেহালপুরে নিজের স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে আলোচনায় এসেছেন ট্রাক ড্রাইভার সেকেন্দার আলী। নিজেকে ‘পাপমুক্ত’ করতে গোলাপ ফুলের পাপড়ি মেশানো দুধ দিয়ে গোসল করেছেন তিনি। তার গোসল করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

সেকেন্দার আলী নেহালপুর গ্রামের দর্গা পাড়ার বাসিন্দা। গত বুধবার (৩ জুলাই) দিবাগত রাতে সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দোস্ত গ্রামের আলী আকবর কাজীর বাড়িতে স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দেন সেকেন্দার। 

রোববার (৭ জুলাই) দুপুরে সেকেন্দার আলী বলেন, ‘আমাদের প্রায় ১৭ বছরের সংসার ছিল। স্ত্রীকে আমি খুব বিশ্বাস করতাম। সে বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে এবং আমার সন্তানদের ঠকালো।’

আরো পড়ুন:

তিনি আরও বলেন, ‘আমি ট্রাক ড্রাইভার। এ কারণে আমাকে বেশির ভাগ সময় বাড়ির বাইরে থাকতে হতো। আমি দূরে থাকলেও স্ত্রী-সন্তানদের কষ্ট দিতাম না। আমার স্ত্রী যখন যা চেয়েছে, আমি তার সব শখ পূরণের চেষ্টা করেছি। আমার আপন খালাতো ভাই মাজেদুল কৌশলে আমার স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।’ 

সেকন্দার বলেন, ‘পৃথিবীতে মা-বাবার পর স্ত্রী হচ্ছে সব থেকে আপন। সেই স্ত্রী যখন বেইমানি করে তখন তার সঙ্গে আর সংসার করা যায় না। এমন চিন্তা থেকেই পরকীয়া প্রেমিকের সঙ্গে তাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেই।’ 

তিনি বলেন, ‘গত ৫-৭ বছর ধরে আমার খালাতো ভাই মাজেদুল ও স্ত্রী মোবাইল ফোনে কাথা বলতো। তাদের অবৈধ মেলামেশা বহুবার ধরেছি। প্রতিবারই মাফ চেয়েছে। আমি তিন সন্তানের কথা ভেবে মাফ করেছি। গত বুধবার আমি বাড়ি এসে যা দেখি, তাতে আর সংসার করা সম্ভব ছিল না। মান-সম্মান চলেই যখন যাবে, তখন ইতিহাস সৃষ্টি কোরবো বলে ওদের নিজ বিয়ে দেই। পরদিন গোলাপের পাপড়ি মেশানো দুধ দিয়ে গোসল করেছি।’ 

তিন সন্তানের জনক সেকেন্দার বলেন, ‘আমার ছোট মেয়েকে ওর মা নিয়ে গেছে। ছেলে দুটি তাদের নানির বাড়িতে রয়েছে। এ ঘটনায় শ্বশুর-শাশুড়ি আমাকে দোষ দেবেন না বলে জানিয়েছেন।’ 

মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়