ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে ২ জনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ৭ জুলাই ২০২৪   আপডেট: ১৭:১৭, ৭ জুলাই ২০২৪
ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে ২ জনের মৃত্যু

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ে পৃথক স্থানে সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো- বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের চৌটাকী গ্রামের আকালু চন্দ্রের মেয়ে সুভাত্রা (৯) ও পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া নিটাল ডোবা এলাকার জয়নালের স্ত্রী শাহারা বানু (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৭ জুলাই) ভোররাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল সুভাত্রা। হঠাৎ ব্যথা অনুভব করলে শিশুটি তার মাকে বলে, কী যেন তাকে কামড় দিয়েছে। পরে শিশুটির মা দেখেন, ঘর থেকে একটি সাপ বেড়িয়ে যাচ্ছে। তবে কী সাপ সেটা তিনি বলতে পারেননি। ভোর ৫টার দিকে মৃত্যু হয় সুভাত্রার।

অপরদিকে, গতকাল সন্ধ্যায় বাড়ির কাজ করার সময় শাহারা বেগম নামে এক নারীকে সাপে কামড় দেয়। রাত ৮টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির সাপের কামড়ে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হিমেল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়