ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ময়মনসিংহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৩, ৭ জুলাই ২০২৪   আপডেট: ১৮:৩৫, ৭ জুলাই ২০২৪
ময়মনসিংহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

ময়মনসিংহের ধোবাউড়ায় কৃষক আ. মান্নান হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রোববার (৭ জুলাই) বিকেলে স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শেখ আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত বুধবার ময়মনসিংহ বিশেষ জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। তবে, ওই দিন রায়ের আদেশের কপি প্রকাশিত হয়নি।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মনোয়ারা খাতুন, হযরত আলী ও ইউসুফ আলী। তারা সবাই পলাতক।

আরো পড়ুন:

মামলা সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০০৯ সালের ৩ জুন মান্নানের ওপর আক্রমণ চালায় দণ্ডপ্রাপ্তরা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্বজন আ. হাই বাদী হয়ে ধোবাউড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৬ আসামিকে খালাস প্রদান করেন। মামলা চলাকালীন দুই আসামি মারা যাওয়ায় তাদের নাম বিচার কার্য থেকে বাদ দেওয়া হয়।

মিলন/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়