ঢাকা     রোববার   ০৬ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২১ ১৪৩১

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৭, ৭ জুলাই ২০২৪   আপডেট: ২১:১২, ৭ জুলাই ২০২৪
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের ছোড়া গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে অন্তত ৪ জন আহত হয়েছেন।

রোববার (৭ জুলাই) ভোরে আমিরগঞ্জ ইউনিয়নের নলবাটা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ওই এলাকার নাছির উদ্দিন (৬৫), সালমান মিয়া (১১), আলী হোসেন (৬৫) ও শফিকুল ইসলাম (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার ও বালুর ব্যবসাকে কেন্দ্র করে আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বেনজির আহমেদ ও রফিকুল ইসলামের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফায়াত হোসেন পলাশ বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও অভিযোগ পাইনি।

হৃদয়/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়