ঢাকা     রোববার   ০৬ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২১ ১৪৩১

যমুনায় পানি কমতে শুরু করলেও আবার বাড়ার ইঙ্গিত

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৪, ৭ জুলাই ২০২৪  
যমুনায় পানি কমতে শুরু করলেও আবার বাড়ার ইঙ্গিত

বন্যা কবলিত একটি স্কুল

বগুড়ায় কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। রোববার (৭ জুলাই) সকাল ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় যমুনা নদীতে ৩ সেন্টিমিটার পানি কমেছে। ফলে এখন বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে উজানে বৃষ্টিপাত হওয়ায় আবারও পানি বাড়ার ইঙ্গিত দিয়েছে বগুড়া পানি উন্নয়ন বোর্ড।

গত (৩ জুলাই) বুধবার রাত থেকে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে শুরু করে। (৪ জুলাই) বৃহস্পতিবার সকাল ৬টায় নদীর পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। গতকাল শনিবার (৬ জুলাই) পর্যন্ত নদীর পানি সর্বোচ্চ বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

নদীর পানি বাড়ায় বগুড়ার সোনাতলা, সারিয়াকান্দি এবং ধুনটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন ২০ হাজার ৮২০ পরিবারের ৭৯ হাজার ৩৭৯ জন মানুষ। তিন উপজেলার ২ হাজার ১২৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া সারিয়াকান্দিতে ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরো পড়ুন:

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, পানি কমার পরিমাণ খুবই কম, হয়তো আরও ৪/৫ সেন্টিমিটার পর্যন্ত কমতে পারে। তবে উজানে বৃষ্টিপাত হওয়ার ফলে আবারও পানি বাড়বে। এতে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে। বন্যা মোকাবেলায় আমাদের প্রস্তুতি রয়েছে। ৪৫ কিলোমিটার বাঁধেই আমাদের লোকজন রয়েছে। বাঁধ নিয়ে কোনো সমস্যা নেই।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, যমুনায় পানি বাড়ায় সারিয়াকান্দিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ডুবে গেছে। ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে আপাতত পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয় ৪০টি এবং ৫টি মাধ্যমিক বিদ্যালয়। বন্যা পরিস্থিতির উন্নতি হলে আবারও পাঠদান শুরু হবে।

বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সোবহান বলেন, নদীতে পানি বৃদ্ধির ফলে বগুড়ার ধুনট, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার ২ হাজার ১২৭ হেক্টর জমির ফসল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে ১ হাজার ৭৩৫ হেক্টর জমির পাট, ৩৩৫ হেক্টর জমির আউশ ধান, শাক সবজি ২৩ হেক্টর, ৯ হেক্টর রোপা আমনের বীজতলা এবং ভুট্টার ২৫ হেক্টর জমি পানির নিচে রয়েছে।

এনাম/এএ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়