ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৯, ৮ জুলাই ২০২৪   আপডেট: ০৮:৫৯, ৮ জুলাই ২০২৪
টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় নাহিদ (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন মোটরসাইকেলের এক আরোহী।

রোববার (৭ জুলাই) সন্ধ্যার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের কালিহাতী উপজেলার ইছাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ উপজেলার মশাজান এলাকার নজরুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শেরপুর থেকে ছেড়ে আসা আজমেরী ট্রাভেলস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে হতাহতরা মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে কালিহাতীর দিকে যাচ্ছিলেন। পথে বাসটি ইছাপুর পৌঁছালে সামনে থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নাহিদ নিহত হন। এ ঘটনায় আহত অপর এক ব্যক্তিকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, বাসটি আটক করা গেলেও চালক ও সহকারী পালিয়ে যান। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কাওছার/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়