ঢাকা     রোববার   ০৬ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২১ ১৪৩১

গাজীপুরে মাটি খুঁড়তে মিলল গ্রেনেড সদৃশ বস্তু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ৮ জুলাই ২০২৪   আপডেট: ১৪:৪৮, ৮ জুলাই ২০২৪
গাজীপুরে মাটি খুঁড়তে মিলল গ্রেনেড সদৃশ বস্তু

গাজীপুরে মাটি খুঁড়তে গিয়ে কয়েকটি গ্রেনেড সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর দক্ষিণ ছায়াবীথি এলাকা থেকে গ্রেনেড সদৃশ বস্তুগুলো উদ্ধার করা হয়।

জানা যায়, সকালে স্থানীয় আবুল কাশেম নামের এক ব্যক্তির বাড়ি নির্মাণের জন্য শ্রমিকরা মাটি খোঁড়া শুরু করেন। ৩-৪ ফুট মাটি খোঁড়ার পরেই একটি মাটির কলসি বেড়িয়ে আসে।

এ সময় কোদালের আঘাতে কলসি ফেটে গেলে গ্রেনেড সদৃশ বস্তুর সন্ধান পাওয়া যায়। পরে বাড়ির মালিক ৯৯৯ নম্বরে ফোন দিলে ঘটনাস্থলে আসে পুলিশ।

বাড়ির মালিক আবুল কাশেম বলেন, আপাতত পুলিশ জায়গাটি ঘিরে রেখেছে। ভেতরে কাউকে যেতে দিচ্ছে না।

গাজীপুর সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, কিছু গ্রেনেড সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। এগুলো পরীক্ষার জন্য ঢাকায় বোম্ব ডিসপোসেবল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষার পরে পরবর্তী সিদ্ধান্ত জানাব। নিরাপত্তার স্বার্থে আপাতত আশপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে।

রেজাউল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়