ঢাকা     রোববার   ০৬ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২১ ১৪৩১

কোটাবিরোধী আন্দোলন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুবি শিক্ষার্থীরা

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ৮ জুলাই ২০২৪  
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুবি শিক্ষার্থীরা

২০১৮ সালের পরিপত্র বহাল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

সোমবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার কোটবাড়ী এলাকায় ‘বাংলা ব্লকেড’ শিরোনামে মহাসড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এর ফলে মহসড়কের দুই পাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রাফি উল হক বলেন, ‘আমাদের দেশের চাকরির বাজার খুবই প্রতিযোগিতামূলক। তার ওপর সরকারি চাকরি সোনার হরিণ। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালের সরকারের একটি পরিপত্রে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে সব প্রকার কোটা বাতিল ঘোষণা করে। সাম্প্রতি হাইকোর্টের একটি রায়ে ওই পরিপত্রটি অবৈধ ঘোষণার পরপরই কোটা আন্দোলন আবার প্রবল আকার ধারণ করেছে। ছাত্রসমাজ মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ চায়।’

আরো পড়ুন:

ময়নামতি হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ ইকবাল বাহার বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আমরা শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দিতে বারবার বুঝানোর চেষ্টা করেছি।’ 

সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার এমরানুল হক মারুফ বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

সদর দক্ষিণের ইউএনও রুবাইয়া খানম বলেন, আমরা কিছুক্ষণ পর তাদের শান্ত করার চেষ্টা করবো। অন্তত তারা যেন রাস্তার এক পাশ যেন ছেড়ে দেয়। তারপর তারা না মানলে এজিএম স্যার আসবেন। তারপরও না মানলে ডিসি স্যার আসবেন।’

এর আগে, গতকাল রোববার বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত ৪ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। সেসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে চার দফা দাবি জানিয়ে শিক্ষার্থীরা মহাসড়ক ত্যাগ করেন।
 

রুবেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়