ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

কামড়ের পর রাসেল`স ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ৮ জুলাই ২০২৪  
কামড়ের পর রাসেল`স ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমিতে কাজ করার সময় মিলন আলী (৪০) নামে এক কৃষককে কামড়েছে রাসেল'স ভাইপার সাপ। পরে তিনি স্থানীয় লোকজনের সহায়তায় সাপটিকে জীবিত ধরে বস্তাবন্দি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

 

সোমবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের পদ্মার চরে এ ঘটনা ঘটে। সাপের কামেড়ে

আরো পড়ুন:

আহত মিলন উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি গ্রামের মো. তফজুল হোসেনের ছেলে।

মিলন আলী বলেন, ‘পদ্মার চরে চিনা বাতামের খেতে কাজ করছিলাম। এসময় একটি সাপ আমাকে কামড়ে দেয়। চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে রাসেল’স ভাইপার সাপটিকে দেখতে পান। পরে সাপটিকে জীবিত উদ্ধার করে হাসপাতালে সঙ্গে আনি। প্রাথমিক চিকিৎসা শেষে এখন সুস্থ আছি।’ 

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা সেলিম রেজা বলেন, ‘মিলন আলীর অবস্থা বর্তমানে ভালো। অনেকেই সাপে দংশনের পর কবিরাজ কিংবা ওঁঝার কাছে যান, তিনি সেটা না করে হাসপাতালে চলে এসেছেন। এটি তার সঠিক সিদ্ধান্ত। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তাকে আরও পর্যবেক্ষণ করা হচ্ছে।’

মেহেদী/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়