ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

বরিশালে নারী কাউন্সিলরের স্বামী ইয়াবাসহ গ্রেপ্তার 

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ৮ জুলাই ২০২৪  
বরিশালে নারী কাউন্সিলরের স্বামী ইয়াবাসহ গ্রেপ্তার 

বরিশাল সিটি কর্পোরেশনের নারী কাউন্সিলর রেশমী বেগমের স্বামী সরদার এম সৈয়দ শাহকে (৫২) মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বরিশাল সদর উপজেলার কড়াপুর এলাকায় শনিবার (৬ জুলাই) রাতে চেকপোস্টে তল্লাশিকালে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় জাহাঙ্গীর সরদার (৫৫) নামে তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে মামলা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিমানবন্দর থানার এসআই শাহাদাৎ হোসেন বলেন, বারৈজ্জারহাট-কড়াপুর সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছিল। চেকপোস্ট অতিক্রমকালে দুই ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

আরো পড়ুন:

গ্রেপ্তার সরদার এম সৈয়দ শাহ শহরের ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ২২, ২৩ এবং ২৭ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিল রেশমী বেগমের স্বামী। গ্রেপ্তার জাহাঙ্গীর সরদার পটুয়াখালীর দশমিনা উপজেলার বাসিন্দা। 

পুলিশ জানায়, সৈয়দ শাহ এর আগেও কয়েকবার মাদকসহ আইনশৃংখলাবাহিনীর হাতে আটক হয়েছেন।
 

আরিফুর/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়