ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

কোটা সংস্কারের দাবিতে পাবিপ্রবিতে মশাল মিছিল

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৯, ৮ জুলাই ২০২৪   আপডেট: ২২:৫৬, ৮ জুলাই ২০২৪

কোটা সংস্কারের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল বের করেছেন শিক্ষার্থীরা। সোমবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। পরে সেটি বিশ্ববিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।

এসময় ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় আন্দোলনকারীদের। 

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সরকারি সব গ্রেডের চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করতে হবে। কোটা পদ্ধতিতে সংশোধন আনতে হবে। আমাদের এই আন্দোলন আমাদের অধিকার আদায়ের। অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে আমরা পিছু হটবো না।

আরো পড়ুন:

মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১১টায় পদযাত্রা ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়ে রাত ৮টার দিকে ক্যাম্পাস ছাড়েন শিক্ষার্থীরা।

শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়