ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় যুবলীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ৯ জুলাই ২০২৪   আপডেট: ০৮:৫০, ৯ জুলাই ২০২৪
খুলনায় যুবলীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা

খুলনায় যুবলীগের সাবেক নেতা আল আমিনকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টায় নগরীর পূর্ব বা‌নিয়াখামার লোহার‌গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন পূর্ব বানিয়া খামার লোহার গেট এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে। তিনি নগরীর ২৭নং ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, রাত ৯টার দি‌কে খুলনা নগরীর পূর্ব বা‌নিয়াখামার লোহার গেট এলাকার মুন্নার গ্যারেজে এসে বস‌লে ক‌য়েকজন দুর্বৃত্ত আল আমিনকে চাপা‌তি দি‌য়ে এলোপাথা‌ড়ি কু‌পি‌য়ে ফে‌লে রে‌খে যায়। প‌রে স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে খুলনা মে‌ডি‌ক্যা‌লে নি‌য়ে আস‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন। 

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হো‌সেন ব‌লেন, পূর্ব শত্রুতার জের ধরে আল আমিনকে কুপিয়ে জখম করা হয়। পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত চলছে।

ওসি আরও জানান, নিহত আল আমিনের নামে থানায় হত্যাসহ ১০টি মামলা রয়েছে। কিছু‌দিন আগেও তিনি মাদক মামলায় খুলনা সদর থানায় গ্রেপ্তার হ‌য়ে‌ছি‌লেন।

নুরুজ্জামান/ইমন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়