ঝিনাইদহে কৃষককে গলাকেটে হত্যায় মামলা দায়ের
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আলমগীর হোসেন। ফাইল ফটো
ঝিনাইদহের কালীগঞ্জে আলমগীর হোসেন নামে এক কৃষককে গলাকেটে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে।
সোমবার (৮ জুলাই) বিকেল ৪টার দিকে কালীগঞ্জ থানায় হত্যা মামলাটি করেন নিহতের মা জাহান্নরা বেগম। তবে মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রকাশ কুমার জানান, হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ওই মামলায় এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, হত্যায় জড়িত ব্যক্তিকে আটক করা হলে কারণ সম্পর্কে জানা যাবে। জড়িত ব্যক্তিদের আটকে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। অল্প সময়ের মধ্যে হত্যায় জড়িতদের আটক করা হবে।
প্রসঙ্গত, শনিবার (৬ জুলাই) দুপুরে মাঠে ঘাসচোর ধরতে গিয়ে নিখোঁজ হন আলমগীর হোসেন। রাতে শাহপুর গ্রামের মাঠ থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। আলমগীর হোসেন শাহপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
শাহরিয়ার/ইমন