ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

কোটা সংস্কারের দাবিতে রাজশাহী কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজশাহী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ৯ জুলাই ২০২৪  
কোটা সংস্কারের দাবিতে রাজশাহী কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা কলেজের সামনের সড়ক অবরোধ করে রাখেন। 

মঙ্গলবার (৯ জুলাই) বেলা ১২টার দিকে কলেজ গেটের সামনে অবস্থান নিয়ে তাঁরা কর্মসূচি শুরু করেন।

এরপর সড়কে বসে পড়েন তারা। প্রায় আধাঘণ্টা সড়কটি অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা এ সময় কোটা পদ্ধতি বাতিলের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। 

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী সামিউল ইসলাম বলেন, ‘একজন মেধাবী শিক্ষার্থী সারাবছর পড়াশোনা করে চাকরির বাজারে কোটার কাছে হেরে যাচ্ছে। ভালো চাকরি পাচ্ছেন না। অথচ একজন অযোগ্য লোক কোটা থাকায় চাকরির বাজারে টিকে যাচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা থাকা অযৌক্তিক। কোটা যদি থাকে তাহলে বৈষম্য থেকেই যায়। কোনো ধরনের বৈষম্য যাতে এই বাংলায় না হয় এটা আমাদের চাওয়া।’ 

এ সময় শিক্ষার্থীরা তাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত প্রতিদিন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

পরে বেলা পৌনে ১টার দিকে সেখান থেকে তারা সরে যান।

কেয়া/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়