ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

বিল বকেয়া

১২ দিন বিদ্যুৎ নেই হাকিমপুরের নওপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ৯ জুলাই ২০২৪  
১২ দিন বিদ্যুৎ নেই হাকিমপুরের নওপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে

৩৮ হাজার ৯৪৫ টাকা বিল বকেয়া থাকায় দিনাজপুরের হাকিমপুরের নওপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ। ফলে ১২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষকরা। প্রধান শিক্ষকের দাবি, স্কুল ফান্ডে টাকা না থাকায় বিল পরিশোধ সম্ভব হয়নি।

পল্লী বিদ্যুৎ অফিস জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত এই ৮ মাসে শিক্ষাপ্রতিষ্ঠানটির বকেয়া বিলের পরিমাণ ৩৮ হাজার ৯৪৫ টাকা। 

নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, ১২ দিন হলো স্কুলে বিদ্যুৎ নেই। গরমের মধ্যে কষ্ট করে পরীক্ষা নিতে হচ্ছে। শিক্ষার্থীদের গরমে কষ্ট হয়। প্রধান শিক্ষক আজ না কাল বিল দেবেন বলে বিষয়টি কাটিয়ে যাচ্ছেন।

আরো পড়ুন:

নওপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, ‌‘স্কুলের ফান্ডে টাকা না থাকায় বিদ্যুৎ বিল পরিশোধ করা সম্ভব হয়নি। চেষ্টা চলছে দ্রুত বিদ্যুৎ সংযোগ সচল করার।’

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল আলম ডাবলু বলেন, ‘আমি দুই মাস হলো এই বিদ্যালয়ের সভাপতি পদের দায়িত্ব নিয়েছি। বিদ্যুৎ বিল পরিশোধের জন্য প্রধান শিক্ষককে বারবার বলেছি। তিনি বিল পরিশোধ না করায় গত ২৮ জুন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ঘটনায় জরুরি বৈঠক করা হয়েছে। বৈঠকে প্রধান শিক্ষককে বিল পরিশোধ করার কথা বলা হয়। তিনি আজ পরিশোধ করবেন, কালকে করবেন বলে কালক্ষেপণ করছেন।’

হিলি পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম বিশ্বজিৎ সরকার বলেন, ‘হাকিমপুরে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল পরিশোধ রয়েছে। তবে এই একটি মাত্র প্রতিষ্ঠানের ৮ মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বারবার নোটিস করার পরেও বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের কেউ এখনো আমাদের সঙ্গে যোগাযোগ করেননি।’

মোসলেম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়