ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

খালে বিষ দিয়ে মাছ শিকার: ১৬২ বোতল বিষসহ ৩ জেলে গ্রেপ্তার  

বরগুনা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ৯ জুলাই ২০২৪  
খালে বিষ দিয়ে মাছ শিকার: ১৬২ বোতল বিষসহ ৩ জেলে গ্রেপ্তার  

বিষসহ গ্রেপ্তার ৩ জেলে

বরগুনার পাথরঘাটা উপজেলায় চরদুয়ানী ভাড়ানী খালে বিষ দিয়ে মাছ শিকার করার সময় তিন জেলেকে গ্রেপ্তার করেছে চরদুয়ানী নৌপুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১৬২ বোতল বিষ ও টোপ, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার (৯ জুলাই) ভোররাতে নৌপুলিশের টহল দল বিষ দিয়ে মাছ ধরার সময় অসাধু জেলেদের গ্রেপ্তার করে পাথরঘাটা থানায় সোপর্দ করে। চরদুয়ানী নৌপুলিশের ইনচার্জ শহিদুল ইসলাম সরদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার জেলেরা হলেন, নাসির শিকদার (১৮), সৌরব সোমাদ্দার (১৬) ও কৃষ্ণকান্ত মিত্র (৫১)। 

নৌপুলিশের এসআই শহিদুল ইসলাম জানান, পাথরঘাটায় বর্ষা মৌসুমে উপকূলের অসাধু জেলেরা নদীতে বিষ দিয়ে মাছ শিকার করে। এ বিষের কারণে মাছের পোনা ধ্বংস হয়ে যায়, এমনকি ডিম পর্যন্ত নষ্ট হয়ে যায়। খালের বিষাক্ত পনি খেয়ে লোকালয়ের গরু, ছাগল ও বিভিন্ন ধরনের বন্য প্রাণী মারা যায়। বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা সভায় আলোচনা করা হয়। 

তিনি জানান, আজ গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরদুয়ানী ভাড়ানী খালে অভিযান চালানো হয়। এ সময় ধাওয়া করে বিষসহ তিন জনকে আটক করা সম্ভব হয়। তাদের বিরুদ্ধে মৎস্য আইনে পাথরঘাটা থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি। 

ইমরান/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়