কোটা আন্দোলন
ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করলো শিক্ষার্থীরা
বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঢাকা-বরিশাল সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা
সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। ফলে সারাদেশের সঙ্গে বরিশালসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বিএম কলেজ শিক্ষার্থী হুজাইফা রহমান বলেন, আমরা কোটা পদ্ধতি থেকে মুক্তি চাই। আমাদের দাবি, মেধার ভিত্তিতে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া যেন সম্পন্ন করা হয়। আমরা শিক্ষার্থীরা আগের মতো ক্লাসে ফিরে যেতে চাই। সরকার যেন আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে ক্লাসে ফিরিয়ে নেয়।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন বলেন, শিক্ষার্থী সড়ক অবরোধ করলেও
কোনো অপ্রিতীকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ কর্মসূচি শেষে তারা সড়ক থেকে সরে গেছেন।
আরিফুল/মাসুদ