ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ধর্ষণের অভিযোগে ভাইরাল ইসমাইল আটক 

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৭, ৯ জুলাই ২০২৪  
ধর্ষণের অভিযোগে ভাইরাল ইসমাইল আটক 

কৌতুক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ময়মনসিংহের হালুয়াঘাটের ইসমাইল হোসেনকে (২৭) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে থানায় আসেন ইসমাইল হোসেন। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

ইসমাইল হোসেন হালুয়াঘাট উপজেলার কালিয়ানী কান্দা গ্রামের সুরুজ আলীর ছেলে। তিনি পেশায় ভিডিও কনটেন্ট ক্রিয়েটর। 

হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাতে এক নারীর অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। ওই নারী অভিযোগ করেছেন, বছরখানেক আগে ইসমাইল তাকে বিয়ে করেন। তবে বাড়িতে তুলে নেননি। তাকে অনেকবার বলার পরও পাত্তা না দেওয়ায় থানায় ধর্ষণের অভিযোগ করেছেন। 

আরো পড়ুন:

এসআই মো. সাইদুজ্জামান আরও বলেন, ইসলামইল হোসেন পুলিশ হেফাজতে আছে। ওই নারী এখনও বিয়ের কাগজ দেখাতে পারেননি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

মিলন/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়