ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

নওগাঁয় বিস্কুট খেয়ে প্রাণ গেলো ২ বোনের

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ১০ জুলাই ২০২৪  
নওগাঁয় বিস্কুট খেয়ে প্রাণ গেলো ২ বোনের

নওগাঁয় বিস্কুট খেয়ে খাদিজা ও তাবসসুম নামে ২ বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় তাদের মৃত্যু হয়। একইসঙ্গে বিস্কুট খেয়ে মুইন ইসলাম নামে আরও এক কিশোর অসুস্থ হয়েছে। তাকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতরা সদর উপজেলার দোগাছী স্কুলপাড়া গ্রামের জহুরুলের মেয়ে। অসুস্থ মুইন একই গ্রামের পাইলটের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি দোকান থেকে বিস্কুট কিনে খায় তিন শিশু। এরপরই তারা বমি করতে শুরু করে। দ্রুত তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাবাসসুমকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য খাদিজাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (ওসি) জাহিদুল হক বলেন, বিস্কুট খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সাজু/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়