নদীতে নিখোঁজের দুইদিন পর যুবকের মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে গোসলে নেমে নিখোঁজ রায়হান ইসলাম (১৬) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১০ জুলাই) সকালে সদর উপজেলার নিশ্চিন্তপুরে শাহপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রায়হান ইসলাম মুজিবনগর গ্রামের শহিদের ছেলে ও স্কলার্স কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
জানা যায়, গত সোমবার দুপুরে পাঁচজন বন্ধু মিলে নদীতে গোসলে নামে রায়হান। সে নিখোঁজ হওয়ার একদিন অতিবাহিত হলেও তার পরিবারকে খবর দেননি বন্ধুরা। পরে জানতে পেরে পরিবারের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে রংপুর বিভাগের ডুবরি দলকে খবর দেয়। ডুবরি দল এসে নিহতের লাশ উদ্ধার করে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম জানান, সকাল ৭টায় উদ্ধার কাজ শুরু করেন রংপুর থেকে আসা ডুবরি দল ও ফায়ার সার্ভিস। প্রায় দুই ঘণ্টা উদ্ধার কাজ পরিচালনা করে চারজন ডুবরি। এরই মধ্যে খবর আসে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ওই শিক্ষার্থীর মরদেহ ভেসে উঠে। পরে শাহপাড়া নদীর ঘাটের মোহনা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মঈনুদ্দীন/ইমন