সাভারে ইয়াবা-গাঁজা-হেরোইনসহ গ্রেপ্তার ২
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ঢাকার সাভারে পৃথক স্থানে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা, দুই কেজি গাঁজা ও ২০৭ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
বুধবার (১০ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন- সাভারের নয়ারহাটির যাদুরচর এলাকার মো. দেলোয়ার হোসেন (২৭) ও খুলনার তেরখাদা থানার ধানখালি এলাকার মো. বাবু মোল্লা (২৮)।
ডিবি জানায়, মঙ্গলবার সন্ধ্যায় হেমায়েতপুরের যাদুরচর এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ও ২০৭ পুড়িয়া হেরোইনসহ মো. দেলোয়ার হোসেনকে আটক করা হয়। একই সময়ে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ মো. বাবু মোল্লাকে আটক করা হয়।
ঢাকা উত্তর ডিবির অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
সাব্বির/কেআই