ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

হিলি বাজারে ভারতীয় পেঁয়াজের দাম ১০ টাকা কমেছে 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৬, ১০ জুলাই ২০২৪  
হিলি বাজারে ভারতীয় পেঁয়াজের দাম ১০ টাকা কমেছে 

হিলি স্থলবন্দর বাজার

একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দর বাজারে ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে। দেশি পেঁয়াজে কমেছে ৫ টাকা। ভারত থেকে পেঁয়াজ আমদানি বাড়লে দাম আরও কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

বুধবার (১০ জুলাই) বিকালে হিলির পেঁয়াজ বাজার ঘুরে দেখা যায়, একদিন আগে ভারতীয় পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হয় ৯০ টাকা কেজি, আজ তা ৮০ টাকা। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ টাকা কেজি দরে। যা গতকাল ছিল ১০০ টাকা। খুচরা বাজারে এসব পেঁয়াজ কেজিতে ১০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।

সবজি কিনতে আসা লুৎফর রহমান বলেন, ৪০ টাকা থেকে কিনতে কিনতে এখন ১০০ টাকায় কিনতে হচ্ছে। তবে আজ বাজারে ভারতীয় পেঁয়াজ চোখে পড়ল। দাম ৮০ টাকা কেজি। দেশি পেঁয়াজের দামও একটু কম, ৯৫ টাকা কেজি।

পেঁয়াজের খুচরা ব্যবসায়ী আব্দুল লতিফ জানান, ২ দিন আগে দেশি পেঁয়াজ ১০০ টাকা পাইকারি কিনে তা ১১০ কেজি খুচরা বিক্রি করেছেন। আজ ভারতীয় পেঁয়াজ ৮০ টাকা কেজি কিনে ৯০ টাকা কেজি বিক্রি করছেন।  

পেঁয়াজ ব্যবসায়ী রাশেদুল ইসলাম বলেন, দুই দেশের পেঁয়াজের দাম সমান থাকায় আমদানিকারকরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করেননি। তবে মঙ্গলবার (৯ জুলাই) বন্দরে কয়েক গাড়ি ভারতীয় পেঁয়াজ আমদানি হওয়ায় দেশি পেঁয়াজের দামও কিছুটা কমেছে। 

ভারত থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক থাকলে দাম আরও কমে যাবে বলে মনে করেন তিনি। 

মোসলেম/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়