ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

স্বাস্থ্য পরীক্ষায় একেক জায়গায় একেক রিপোর্ট তৈরি হয়: স্বাস্থ্যমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ১০ জুলাই ২০২৪   আপডেট: ১৭:১৮, ১০ জুলাই ২০২৪
স্বাস্থ্য পরীক্ষায় একেক জায়গায় একেক রিপোর্ট তৈরি হয়: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘দেশে শুধুমাত্র টেকনোলজিক্যাল সমস্যা রয়েছে বলে একেক জায়গায় একেক ধরনের স্বাস্থ্য রিপোর্ট তৈরি হয়। রোগীদের চিকিৎসা দিতে হলে অবশ্যই তাদের পরীক্ষা-নিরীক্ষা সঠিক হতে হবে। রোগ নির্নয় সঠিক হলে, রোগীদের বিদেশ যাওয়া লাগতো না। আমাদের দেশে অনেক ভালো চিকিৎসক রয়েছেন। দেশে অনেক ভালো মানের হাসপাতাল তৈরি হচ্ছে। কিন্তু, আমাদের ব্যাপক জনবল সংকট রয়েছে।’ 

বুধবার (১০ জুলাই) দুপুরে মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি পরিদর্শন শেষে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী।

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘শুধু হসপিটাল বা ভবন নির্মাণ করলেই চলবে না। জনবল সংকট দূর করতে হবে। আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। চিকিৎসার মান অবশ্যই উন্নত করতে হবে।’

আরো পড়ুন:

শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। পড়ালেখা করে আগামীতে তোমরা চিকিৎসা বিজ্ঞানকে এগিয়ে নিতে পারবে। বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে যখন কাজ করবে তখন মনোযোগ সহকারে রোগীর পরীক্ষা নিরীক্ষায় বিশেষ অবদান রাখবে অবশ্যই। তোমরাই পারবে বাংলাদেশকে স্মার্ট করে গড়ে তুলতে।

এর আগে, ডা. সামন্ত লাল সেন শিবচর উপজেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত ইলিয়াস অহম্মেদ ট্রমা সেন্টার, চৌধুরী ফাতেমা বেগম মা ও শিশু ক্লিনিক, শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শিবচর ডায়াবেটিক সমিতি পরিদর্শন করেন।

এসময় অন্যদের মধ্যে জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই- আলম চৌধুরী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আজিজুর রহমান, স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সরোয়ার হোসেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডা. মো. টিটু, হাসপাতাল ও ক্লিনিকের পরিচালক ডা. মাইনুল আহসান, মাদারীপুরের জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মনির চৌধুরী, মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) একরাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বেলাল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়