ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

শুদ্ধাচার পুরস্কার পেলেন নলডাঙ্গার ইউএনও 

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ১০ জুলাই ২০২৪  
শুদ্ধাচার পুরস্কার পেলেন নলডাঙ্গার ইউএনও 

নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক উপজেলা পর্যায়ে ২০২৩-২৪ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সরকারি কার্য সম্পাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। 

বুধবার (১০ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তার হাতে পুরস্কার, সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট তুলে নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঁইয়া। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মাছুদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন, সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএনও দেওয়ান আকরামুল হক বলেন, এ প্রাপ্তি তার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। জনসেবায় তিনি তাঁর সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাবেন। তিনি দায়িত্ব পালনে সকলের সহায়তা কামনা করেন।

আরো পড়ুন:

এ প্রাপ্তি ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনসেবায় আত্মনিয়োগ করতে তাকে উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে বলে তিনি মনে করেন।
 

আরিফুল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়