ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

মধুমতি বাঁওড়ে ধরা পড়লো ৭০ কেজির মৃত ডলফিন

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ১০ জুলাই ২০২৪  
মধুমতি বাঁওড়ে ধরা পড়লো ৭০ কেজির মৃত ডলফিন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি বাঁওড় থেকে আড়াই ফুট লম্বা ও প্রায় ৭০ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ জুলাই) সকাল ৭টার দিকে জেলে রবিউল কাজির জালে ডলফিনটি ধরা পড়ে।  

জেলে রবিউল কাজি বলেন, ‘প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার রাতে উপজেলার রাতইল খেয়াঘাট এলাকার মধুমতি বাঁওড়ে জাল পেতে আসি। আজ সকাল ৭টার দিকে জাল টানলে বড় মাছ আটকা পড়ছে বলে বুঝতে পারি। কয়েকজন জেলেকে ডেকে জালটি টেনে উঠানো হয়। এসময় জালের ভেতর ডলফিনটি দেখতে পাই। প্রাণীটি মৃত অবস্থায় ছিলো। পরে ডলফিনটি স্থানীয় বাজারে নিয়ে যাই।’

কাশিয়ান উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব রায় বলেন, ‘উদ্ধার হওয়া ডলফিনটি প্লাটানিস্তা গাঙ্গেটিকা প্রজাতির। এটি বিপন্ন প্রজাতির ডলফিন। এর ওজন ছিল প্রায় ৭০ কেজি এবং লম্বায় প্রায় আড়াই ফুট। ডলফিনটি উদ্ধারের জন্য বন বিভাগকে জানানো হয়েছে। তারা একটি উদ্ধার করবে।’

গোপালগঞ্জ বন বিভাগ কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক বলেন, ‘বিষয়টি আমারা জানা নেই। আমি আপনার কাছ থেকে মাত্র জানলাম। উপজেলা বন বিভাগ কর্মকর্তার সঙ্গে আমি যোগাযোগ করছি, যাতে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন।’

তিনি আরো বলেন, ‘নদীতে পানি বেড়ে যাওয়ার করণে ডলফিনটি হয়তো মধুমতি বাঁওড়ে চলে আসতে পারে। মধুমতি নদীর সঙ্গে বাঁওড়টির সংযোগ রয়েছে।’ 

বাদল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়