ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

মাদারীপুরে কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ১০ জুলাই ২০২৪  
মাদারীপুরে কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ

মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে প্রায় ১ ঘণ্টা শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন। পরে তারা কলেজ ক্যাম্পাসে দীর্ঘ সময় ধরে অবস্থান কর্মসূচিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে স্লোগান দেন।

পূর্ব ঘোষণা মোতাবেক সকাল ১০টার দিকে মাদারীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। পরে সকাল ১১টার দিকে মাদারীপুর-শরীয়তপুর সড়কের ডিসি ব্রিজ এলাকায় সড়কের উপর অবস্থান নিয়ে সকল ধরনের যান চলাচল বন্ধ করে দেন। সদর থানা পুলিশ এসে শিক্ষার্থীদের অনুরোধ করলে অবরোধ তুলে নেওয়া হয়।

আরো পড়ুন:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক মাসুম বিল্লাহ বলেন, ‘দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দিয়ে আমরা মাদারীপুর জেলা থেকে সাধারণ শিক্ষার্থীরা অংশ নেবো। প্রয়োজনে হরতালের মতো কর্মসূচিও দেওয়া হতে পারে। দেশের সব অফিস, আদালত, সড়ক সবকিছু বন্ধ করে দেওয়া হবে। আমরা কোটা পদ্ধতির সংস্কার চাই।’

মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী সুমন হোসাইন বলেন, ‘আমাদের একটাই দাবি, যে করেই হোক, কোটা পদ্ধতি সংস্কার করতে হবে। এক দেশে এক নীতিতে চাকরিতে অংশ নিতে হবে। আদালতে রায় পুনর্বহাল করতেই হবে। কোনো অশুভ শক্তির প্ররোচনায় আমরা এই আন্দোলন থেকে পিছু পা হবো না। মাদারীপুর জেলায় সকল কলেজের শিক্ষার্থীরা আগামীতে এ আন্দোলনে অংশ নিবে।’

বেলাল/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়