ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

রংপুরে ‘ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার’ উদ্বোধন

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৭, ১০ জুলাই ২০২৪   আপডেট: ২১:৪৮, ১০ জুলাই ২০২৪
রংপুরে ‘ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার’ উদ্বোধন

জীবন-স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে রংপুরে ‘ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার’ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ জুলাই) বিকেলে রংপুর বিভাগীয় কার্যলয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এই ভ্রাম্যমাণ পরীক্ষাগার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জাকির হোসেন। এসময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) আবু নুর মো. শামসুজ্জামান উপস্থিত ছিলেন।

রংপুরের বিভাগীয় কমিশনার জাকির হোসেন বলেন, ‘নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমতা বৃদ্ধি করণ প্রকল্পের আওতায় মোবাইল ল্যাবরেটরি মাধ্যমে খাদ্যে ভেজাল ও দূষণ রোধ করা যাবে। প্রাথমিকভাবে বিভাগের ৮ জেলায় অভিযানসহ নানাভাবে কাজ করবে এই ভ্রাম্যমাণ ল্যাবরেটরি। 

অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রংপুর জেলা কর্মকর্তা লোকমান হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক  রিয়াজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

আমিরুল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়