ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

রামগতিতে পানিতে ডুবে প্রাণ গেলো ৩ শিশুর

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ১০ জুলাই ২০২৪   আপডেট: ২২:১৮, ১০ জুলাই ২০২৪
রামগতিতে পানিতে ডুবে প্রাণ গেলো ৩ শিশুর

লক্ষ্মীপুরের রামগতিতে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চরগাজী, চর আলগী ইউনিয়ন ও রামগতি পৌর এলাকায় মারা যায় তারা। 

মারা যাওয়া দুর্জয় (২) চরগাজী ইউনিয়নের টুমচর গ্রামের ১ নম্বর ওয়ার্ডের ওয়াপদা বেড়িবাঁধের বাসিন্দা সুশীল চন্দ্র দাসের ছেলে। আবদুল্লাহ (২) রামগতি পৌরসভার নুরিয়া মাদরাসা এলাকার নুর নবীর ছেলে। ফাতেমা (৩) চর আলগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবুল কালামের মেয়ে।

চরগাজী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ফেরদৌস বলেন, শিশু দুর্জয়ের পরিবারের সদস্যরা দুপুরের খাবার খেতে ব্যস্ত ছিলেন। এসময় শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে দুর্জয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুর্জয়কে মৃত ঘোষণা করেন।

চরআলগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন লিটন চৌধুরী বলেন, সকালের দিকে পানিতে ডুবে ফাতেমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, আব্দুল্লাহ বাড়ির পাশের পুকুরে পরে নিখোঁজ হয়। উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।

জাহাঙ্গীর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়