ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির কাটা পা, নদীতে নবজাতকের লাশ

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ১১ জুলাই ২০২৪   আপডেট: ০৮:৪৭, ১১ জুলাই ২০২৪
সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির কাটা পা, নদীতে নবজাতকের লাশ

বগুড়ার শাজাহানপুরে বগুড়া-নাটোর মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির কাটা পা ও করতোয়া নদী থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুলাই) পৃথক সময়ে কাটা পা ও মরদেহ উদ্ধার করা হয়।

নারুলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম বলেন, শহরের ভাটকান্দি উত্তরপাড়া এলাকায় করতোয়া নদী থেকে কাপড়ে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। নবজাতকের বয়স একদিন হতে পারে। কারা ওই নবজাতককে ফেলে গেছে তা বের করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির কাটা পা এবং বস্তা পড়ে ছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাটা পা উদ্ধার করেছে।

এনাম/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়