কক্সবাজার টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠিত
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন (সিবিইউজে) এর আরও একটি ইউনিটের অনুমোদন প্রদান করা হয়েছে।
বুধবার (১০ জুলাই) সন্ধ্যায় কক্সবাজার প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আবু তাহের ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল এই ইউনিটের অনুমোদন দেন।
একইসঙ্গে কক্সবাজার টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নামের এই ইউনিটের নতুন কমিটি গঠন করা হয়েছে।
সর্বসম্মতিক্রমে সভাপতি রোতাব চৌধুরী (বিটিভি) ও সাধারণ সম্পাদক হয়েছেন রাজীব কান্তি দে বাবু (ডিবিসি নিউজ)। এছাড়াও অর্থ সম্পাদক হয়েছেন মো. ফরাজ (সময় টিভি)।
সদস্যরা হলেন- মোহাম্মদ রাসেল (এখন টিভি), মোহাম্মদ হেলাল (৭১ টিভি) ও কামরুল ইসলাম বাবু (এটিএন নিউজ)।
এছাড়া সভায় দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মোহাম্মদ জুনাইদ, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, প্রচার ও দপ্তর সম্পাদক নুপা আলম উপস্থিত ছিলেন।
তারেকুর/ইমন