ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

অবশেষে বিদ্যুৎ সংযোগ পেলো হাকিমপুরের সেই বালিকা উচ্চ বিদ্যালয়

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ১১ জুলাই ২০২৪  
অবশেষে বিদ্যুৎ সংযোগ পেলো হাকিমপুরের সেই বালিকা উচ্চ বিদ্যালয়

‘১২ দিন বিদ্যুৎ নেই হাকিমপুরের নওপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে’ শিরোনামে গত ৯ জুলাই রাইজিংবিডিতে সংবাদ প্রকাশ হয়। সংবাদটি প্রকাশের পর নড়েচড়ে বসেন প্রশাসনসহ বিদ্যালয় সংশ্লিষ্টরা।

বুধবার (১০ জুলাই) বিদ্যালয়ের বকেয়া ৩৮ হাজার ৯৪৫ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করলে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দেয় পল্লী বিদ্যুৎ হিলি শাখা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিষয়টি জানিয়েছেন, হিলি পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম বিশ্বজিৎ সরকার।

তিনি জানান, হাকিমপুরে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল পরিশোধ রয়েছে। তবে এই একটি মাত্র প্রতিষ্ঠানের ৮ মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বারবার নোটিশ করার পরেও বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিলো। পরে গতকাল (বুধবার) বকেয়া ৩৮ হাজার ৯৪৫ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করলে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল ইসলাম ডাব্লু বলেন, আমার সভাপতির দায়িত্ব নেওয়ার দুই মাস হয়েছে। কি কারণে বিদ্যালয়ের এতো টাকা বিদ্যুৎ বিল বকেয়া হয়েছে, তা জানা নেই। ৮/৯ মাসের বিল বকেয়ার জন্য সংযোগ বিচ্ছিন্ন ছিলো। গতকাল সম্পূর্ণ বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করে সংযোগ নেওয়া হয়েছে।

মোসলেম/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়