ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

হত্যা মামলায় রিমান্ড শেষে মেয়র আক্কাছ কারাগারে

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ১১ জুলাই ২০২৪  
হত্যা মামলায় রিমান্ড শেষে মেয়র আক্কাছ কারাগারে

বাঘা পৌর মেয়র আক্কাছ আলী

রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র আক্কাছ আলীকে ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সোয়েব খান জানান, গত ৫ জুলাই আক্কাছকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পর দিন ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ৮ জুলাই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জিজ্ঞাসাবাদে কী তথ্য পাওয়া গেছে তা নিয়ে কিছু জানাননি তদন্ত কর্মকর্তা।

আরো পড়ুন:

গত ২২ জুন বাঘা উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত হন আশরাফুল ইসলাম বাবুল। চার দিন চিকিৎসাধীন থাকার পর ২৬ জুন তিনি মারা যান। 
 

কেয়া/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়