ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় স্থানীয়রা বিপাকে 

চাঁদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ১১ জুলাই ২০২৪  
চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় স্থানীয়রা বিপাকে 

গ্যাস না থাকায় চুলা জ্বলেনি

চট্টগ্রামে পাইপলাইনে লিকেজের কারণে চাঁদপুরে দুই দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় স্থানীযরা বিপাকে পড়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। 

বুধবার (১০ জুলাই) ভোর থেকে পূর্ব ঘোষণা ছাড়াই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। চট্টগ্রামে ৪২ ইঞ্চি সঞ্চালন পাইপলাইনে ছিদ্র হয়ে গেছে। বৃষ্টির মধ্যেও পাইপ মেরামতের কাজ চলছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চাঁদপুর কার্যালয়ের ব্যবস্থাপক মোবারক হোসেন বলেন, চট্টগ্রামের আনোয়ার এলাকায় পাইপলাইন মেরামতের কাজ চলছে। বৃহস্পতিবার রাতের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে।

আরো পড়ুন:

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চাঁদপুর কার্যালয়ের আওতায় চাঁদপুর সদর, হাজীগঞ্জ, শাহরাস্তি এবং মতলবে উপজেলায় গ্যাস সরবরাহ করা হয়। যার মধ্যে ৬টি সিএনজি স্টেশন, ৪টি শিল্প কারখানা, ৪টি ক্যাপটিভ পাওয়ার, ১টি বিদ্যুৎ কেন্দ্র, বাণিজ্যিকভাবে চাঁদপুর সদর উপজেলায় ১৩০টি, হাজীগঞ্জে ৪৮টি, মতলবে ২১টি, শাহারাস্তি উপজেলায় ৫টিসহ মোট ২০৪টি, আবাসিক এলাকায় মিটারযুক্ত ১১২টি এবং নন মিটার ২৩ হাজার ৮২৯টি সংযোগ রয়েছে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চাঁদপুর শহরে খাবার হোটেলে ভিড় দেখা গেছে। সেখানে অতিরিক্ত দামে খাবার বিক্রি হচ্ছে। সিএনজিচালিত অটোরিকশার যাতায়াতেও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। 
 

জয়/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়