ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

মাদারীপুরে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত 

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ১১ জুলাই ২০২৪  
মাদারীপুরে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত 

সংঘর্ষে আহত একজনকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনি উপজেলায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রতিপক্ষের হামলায় সাজ্জাদ হোসেন (২৫) নিহত হয়েছে। উভয়পক্ষের কমপক্ষে ৯ জন আহত হয়েছে। 

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চর আলীমাবাদ গ্রামে সংঘর্ষ হয়।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, চর আলীমাবাদ গ্রামের হারুন হাওলাদারের সঙ্গে দীর্ঘদিন ধরে কালু হাওলাদারের জমি নিয়ে বিরোধে চলে আসছিল। এর জের ধরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় সাজ্জাদ হোসেন (২৫) নিহত হয়েছে। উভয়পক্ষের আহত নয়জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন, আসাদ হাওলাদার (৩৬), মনির হাওলাদার (৪৪), খলিল হাওলাদার (২৫), জাহানারা বেগম (৬০), কালু হাওলাদার (৫৩), স্বপন হাওলাদার (৬০)। অন্যদের পরিচয় পাওয়া যায়নি। 

এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

কালকিনি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহামুদ হাসান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখন সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 
 

বেলাল/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়